বিজনেসটুডে২৪ ডেস্ক:
আগামী পাঁচ দিন (সোম থেকে শনিবার পর্যন্ত) ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
সাবমেরিন কেবলের জরুরি মেইনটেন্যান্স বা মেরামত কাজের জন্য এই সমস্যা হতে পারে বলে জানায় তারা।
সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত মেরামতকাজ চলার কথা রয়েছে।
দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, দেশের কোনো কোনো আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প পথ হিসেবে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে একটি সাবমেরিন কেবল আছে, যেটি পরিচালনা করে ভারতীয় এয়ারটেল। সেটিই মেরামত করা হচ্ছে। দেশের যেসব আইআইজি ওই কেবলটি ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারে। বাকিদের সমস্যা হবে না।