Home First Lead যশোরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের দুর্নীতি তদন্তে কমিটি

যশোরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের দুর্নীতি তদন্তে কমিটি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অনৈতিকভাবে আটটি ওষুধ কোম্পানি এবং বিদেশী ইন্টার্নদের কাছ থেকে দু’কোটি টাকা আদায়সহ নানা অনিয়নম-দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় থেকে রোববার দু’সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে। দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মঞ্জুরুল মুর্শিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাসহ তাদের অনুসারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলো খুবই স্পর্শকাতর। পুরো স্বাস্থ্য বিভাগকে বিষয়টি ভাবিয়ে তুলেছে। ঘটনার মূল উৎপাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরেজমিন তদন্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্য হচ্ছেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ডাক্তার ফেরদৌসী আক্তার ও সহকারী পরিচালক অপর্ণা বিশ্বাস । আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে তাদেরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পরিচালক ডাক্তার মঞ্জুরুল মুর্শিদ আরও জানিয়েছেন, তদন্ত কমিটি কোনো সংগঠন এবং উর্ধ্বতন মহলের প্রভাব বিস্তারে সাড়া দেবে না। নিরপেক্ষভাবে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে পুরোপুরি আড়াল করতে ইন্টার্ন ডাক্তার পরিষদের সভাপতি সাইফুদ্দিন আহম্মেদ খান শিহাব ঢাকাতে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি উপায় খুঁজছেন অভিযোগ থেকে রেহাই পাওয়ার। যশোরে অবস্থান করে সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাদ জাহান দিহানও দৌড়ঝাঁপ করছেন। নিজেসহ বিভিন্ন মাধ্যম থেকে তদবির করাচ্ছেন কিভাবে রক্ষা পেতে পারেন।
শিহাব ও দিহানের দাবি তারা কোনো অনৈতিকতা ও দুর্নীতির সাথে জড়িত নন। সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নোংরা রাজনীতির বলি হচ্ছেন তারা।

শিহাব ও দিহান  জানিয়েছেন, তাদের ইন্টার্নশিপ শেষ। নতুন কমিটি গঠন করতেই হতো। যেহেতু বর্তমান কমিটির বিরুদ্ধে অনৈতিকতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে তাই দেরি না করেই নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রথমে ঘোষিত কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তা সংশোধন করে দ্বিতীয় দফায় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গঠনের বিষয়ে স্বাচিপ ও বিএমএ’র কতিপয় নেতার নির্দেশনা-পরামর্শ নেয়া হয়েছে বলেও তারা দাবি করেছেন।

তবে তাদের দাবি মানতে নারাজ স্বাচিপ যশোরের সদস্য সচিব ও বিএমএ’র দপ্তর সম্পাদক ডাক্তার গোলাম মোর্তুজা। তিনি স্পষ্ট জানিয়েছেন, অনৈতিকতা ও দুর্নীতির অভিযোগ ওঠা ইন্টার্ন চিকিৎসক পরিষদের কারো সাথেই কোনো আলোচনা হয়নি। হাসপাতাল তত্ত্বাবধায়ক সংগঠনটির সকল কার্যক্রম স্থগিত করেছেন। অভিযোগ তদন্তে কমিটি গঠন হয়েছে। এরই মধ্যে নতুন কমিটি করার ব্যাপারে স্বাচিপ ও বিএমএ কোনোভাবেই সমর্থন করে না।

উল্লেখ্য হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আখতারুজ্জামান ইন্টার্ন চিকিৎসক পরিষদের কার্যক্রম স্থগিত করেছেন। এমনকি নতুন কমিটিকেও অনুমোদন দেননি।