বিজনেসটুডে২৪ ডেস্ক
জায়ান্ট ইন্ডিয়ান রোস্টার নামে খ্যাত বিশাল মোরগ পালন করে সম্প্রতি সাফল্য পেয়েছেন ব্রাজিলের এক কৃষিবিদ। এই মোরগের প্রতিটির দাম প্রায় ৪ লাখ ৩৮ হাজার টাকা।
চার হাজার ডলারে প্রতিটি মোরগ বিক্রি করেও কুলিয়ে উঠতে পারছেন না ব্রাজ। যদিও তিনি শখের বশে মোরগ পালনের সিদ্ধান্ত নেন।
কৃষিবিদ রুবেল ব্রাজ বলেন, তিনি শখের বশে বিশাল আকৃতির মোরগ পালনের সিদ্ধান্ত নেন। তিনি এটাও ভাবেন যে, এটি ব্রাজিলে মানুষদের মাংসের চাহিদা পূরণ করবে। বিশাল আকারের মোরগ মানে বেশি মাংস, ফলে মাংসের চাহিদা পূরণে সেই মোরগ ভূমিকা রাখবেই। তাতে ব্যক্তিগত শখ পূরণ হবে, পাশাপাশি জনকল্যাণকর কাজও হবে।ৎ