Home ব্যাংক-বিমা ইবিএল’র সঙ্গে পে-রোল চুক্তি করেছে এসএফআইএল

ইবিএল’র সঙ্গে পে-রোল চুক্তি করেছে এসএফআইএল

বিজনেসটুডে২৪ ডেস্ক

এসএফআইএল গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকিং সুবিধা দেবে ইবিএল। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর সঙ্গে পে-রোল সংক্রান্ত চুক্তি করেছে স্ট্র্যাটিজিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এসএফআইএল)।

সম্প্রতি ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং স্ট্র্যাটিজিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক তামিম মারজান হুদা ঢাকায় এসএফআইএল কার্যালয়ে এ চুক্তি সম্পাদন করেন।

ইবিএল এই চুক্তির অধীনে সারাদেশে এসএফআইএল গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকিং সুবিধা প্রধান করবে।

এসএফআইএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইরতেজা আহমেদ খান এবং ইবিএল পে-রোল ব্যাংকিং প্রধান ইসতিয়াক আহমেদসহ উভয়-প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকতারা এসময় উপস্থিত ছিলেন।