Home Third Lead ইবি শিক্ষক সমিতি নির্বাচন: শাসক দল ৫, বিএনপি-জামাত ১০

ইবি শিক্ষক সমিতি নির্বাচন: শাসক দল ৫, বিএনপি-জামাত ১০

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে প্রফেসর ড. মিজানূর রহমান সভাপতি এবং জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সমিতির ১৫টি পদের মধ্যে শাসকদল সমর্থিত শাপলা ফোরাম থেকে জিতেছেন সাধারণ সম্পাদকসহ মোট ৫টিতে। আর সভাপতিপদসহ ১০টিতে জয়ী হয়েছেন বিএনপি-জামাত সমর্থিত গ্রিন ফোরাম থেকে।

রবিবার  নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৪৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৩টি ব্যালট পেপার বাতিল হয়েছে। ৪৪ জন অনুপস্থিত ছিলেন।

সভাপতি পদে নির্বাচিত প্রফেসর ড. মিজানূর রহমান পেয়েছেন ১৭৪ ভোট ।  প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ১৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৬৬ ভোট পেয়ে শাপলা ফোরাম থেকে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আনোয়ারুল হক। ১৫৩ ভোট পেয়ে গ্রিন ফোরাম থেকে যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান, ১৬৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে জামাতপন্থী শিক্ষক প্রফেসর ড. আব্দুল বারী নির্বাচিত হয়েছেন।

এদিকে সদস্য হিসেবে বিএনপি-জামাতপন্থী নির্বাচিত শিক্ষকেরা হলেন- প্রফেসর ড. শাহিনুজ্জামান (১৭৩), প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া (১৬৯), প্রফেসর ড. খোদেজা খাতুন (১৬৮), প্রফেসর ড. রফিকুল ইসলাম (১৬৭), প্রফেসর ড. গাজী মো. আরিফুজ্জামান খান (১৬৬), প্রফেসর ড. নুরুন নাহার (১৬৫), প্রফেসর ড. জাহিদুল ইসলাম (১৬২) এবং আওয়ামীপন্থী শিক্ষকদের শাপলা ফোরাম প্যানেল থেকে মাহবুবুল আরফীন (১৭১), প্রফেসর ড. আনোয়ার হোসেন (১৬৪), প্রফেসর ড. শামসুল আলম (১৬১) নির্বাচিত হয়েছেন।