২৫ জানুয়ারি মক ভোট
তাপস প্রান্ত
চট্টগ্রাম: আগামী ২৭ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনে ৪১ ওয়ার্ড জুড়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে। সাধারণ মানুষকে ইভিএমে অভ্যস্ত করার জন্য ২৫ জানুয়ারি মক ভোটের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তবে ইভিএম নিয়ে প্রার্থী ও সাধারণ ভোটাদের মধ্যে কৌতুহল এবং আগ্রহ- অনাগ্রহের শেষ নেই।
জানা যায়, ইভিএম এর একটি মেশিনে প্রায় চার হাজার পর্যন্ত ভোট দেয়া যায় এবং সর্বোচ্চ ৬৪ জন প্রার্থীর তালিকা থাকে। একজন ভোটারের কোনভাবেই একটির বেশি ভোট দেয়ার সুযোগ থাকে না এবং একটি ভোট দিতে আনুমানিক ১৪ সেকেন্ড সময় লাগে। সাধারণ ব্যালট ভোটের মতো কেন্দ্রেও সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টরা, নেতাকর্মীরাসহ পর্যবেক্ষকরা থাকবেন। মেশিনটিতে একটি পূর্ব-প্রোগ্রামিং করা মাইক্রোচিপ থাকে যা প্রতিটি ভোটের ফলাফল তাৎক্ষণিকভাবে হিসেব করে প্রদর্শন করে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ৭৩৫ কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি মক ভোটিং হবে। ভোটের আগের দিন এসব ইভিএম কেন্দ্রে পৌঁছানো হবে।
প্রতিটি ভোটকক্ষের জন্য একটি করে ইভিএম মেশিন দেওয়া হবে। কোনো কারণে ইভিএম মেশিনে ত্রুটি হলে বিকল্প হিসেবে দুটি কক্ষের বিপরীতে একটি করে ইভিএম মেশিন অতিরিক্ত রিজার্ভ রাখা হবে। এছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্বে আরও বেশকিছু ইভিএম মেশিন মজুদ রাখা হবে। এসব ইভিএম সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবে। ইতিমধ্যে ইভিএম মেশিন গুলো এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে আনা হয়েছে।
এদিকে, ইভিএম নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে নানা প্রতিক্রিয়া।
বিএনপি মনোনীত প্রার্থী ডা: শাহাদাত বলেন, ইভিএম প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি, নির্বাচন কমিশনার স্বচ্ছ এবং আন্তরিক থাকে। ক্ষমতাসীনরা যদি নির্বাচনকে প্রভাবিত করে, নির্বাচন ইভিএমে হোক বা ব্যালটে হোক সুষ্ঠু হবে না।
ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত মেয়র প্রার্থী আবুল মনজুর বলেন, ইভিএম নিয়ে আমাদের নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন সুষ্ঠু ভোটের। আশা করছি গোপন কক্ষে ভোট হবে না।
সাবেক ছাত্রলীগ নেতা ও ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, সরকার স্বচ্ছ ও ব্যালট বাক্স দখল বন্ধের জন্য ইভিএম সিস্টেম চালু করেছেন। আমি আশংকা করছি আমার ওয়ার্ডে গোপন কক্ষে ভোট হবে। আমি কাল বা পরশুর মধ্যে নির্বাচন কমিশনে এই ব্যাপারে চিঠি দিব।
সংরক্ষিত ২ আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জোবাইদা নার্গিস খান বলেন, ইভিএমে সুষ্ঠু নির্বাচন হবে, আমার ওয়ার্ডে ইতিমধ্যে ইভিএমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারেরা জানে কিভাবে ইভিএম ব্যবহার করতে হয়।
নতুন ভোটার ঈমন বলেন, এইবার ইভিএমে ভোট হওয়াতে আগ্রহ অনেক বেশি। ২৫তারিখ মক ভোটিং হওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছে। ২৭ তারিখ ভোটের দিন,সাধারণ ভোটারদের মধ্যে ইভিএম নিয়ে জটিলতা থাকবে না।