বিজনেসটুডে২৪ ডেস্ক
পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ সংবাদ সম্মেলন করে বললেন, ‘আমি প্রধানমন্ত্রী ইমরান খানকে এমনই পরামর্শ দিয়েছি বাজেটের পরেই দেশে ভোট নিন ।‘ তাঁর দাবি, বিরোধীরা সংসদে অনাস্থা প্রস্তাব আনার পরে ইমরানের জনপ্রিয়তা বেড়েছে। পাকিস্তানের ‘ডন’ সংবাদপত্র জানিয়েছে, রশিদ চান, ইমরান সংসদে বাজেট পেশ করার পরেই ভোট নিন। তবে এই মতামত তাঁর ব্যক্তিগত। ইমরানের তেহরিক ই ইনসাফ পার্টি এই মত পোষণ করে না।
পাকিস্তানের আর্থিক বর্ষ শেষ হবে ৩০ জুন। নিয়মমতো তার কয়েক সপ্তাহ আগে বাজেট পেশ করবেন ইমরান। চলতি সপ্তাহে এই নিয়ে দু’বার রশিদ ভোট নেওয়ার জন্য ইমরানকে পরামর্শ দিলেন। গত বৃহস্পতিবার পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা দূর করতে হলে ভোট নিতে হবে। নিয়মমতো ২০২৩ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা আছে। এখনও পর্যন্ত ওই দেশের কোনও প্রধানমন্ত্রী পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি।
শনিবার রশিদ সাংবাদিকদের বলেন, তাঁর ধারণা, সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট হবে ৩ অথবা ৪ এপ্রিল। ২৮ মার্চ বিরোধীরা সংসদে অনাস্থা প্রস্তাব জমা দেবেন। পাকিস্তানের রীতি অনুযায়ী, সংসদে অনাস্থা প্রস্তাব জমা পড়ার তিন থেকে সাত দিনের মধ্যে ভোটাভুটি হবে। রশিদের বক্তব্য, বিরোধীরা বোকা। তাঁরা অনাস্থা প্রস্তাব এনে ইমরানের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছেন। এখনই ভোটে যাওয়ার উপযুক্ত সময়। তাঁর কথায়, “আমি চাই ইমরান জনদরদী বাজেট পেশ করুন। তারপর দেশে ভোট নিন। বিরোধীদের কার্যকলাপ আমাদের ভোটে জিততে সাহায্য করবে।”