Home খেলাধুলা ইমার্জিং টাইগারদের জয় নিশ্চিত করেন শামীম

ইমার্জিং টাইগারদের জয় নিশ্চিত করেন শামীম

বাংলাদেশ ইমার্জিং দলকে বিপদে পড়তে দেননি শামীম পাটোয়ারি। ২৬৪ রানের লক্ষ্যটাও কঠিন হয়ে যাচ্ছিল মন্থর ব্যাটিংয়ে। বাঁহাতির ৩৯ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস এনে দিয়েছে জয়।

রবিবার (৭ মার্চ ) চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড উলভসকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ৬ উইকেট খুইয়ে ২ বল হাতে রেখে ইমার্জিং টাইগারদের জয় নিশ্চিত করেন শামীম।

শেষ ৭ বলে স্বাগতিকদের দরকার ছিল ১৫ রান। ৪৯তম ওভারের শেষ বলে ফুলটস ডেলিভারিতে ব্যাট পেতে দেন শামীম। ডিপ ফাইন লেগ দিয়ে বল আছড়ে পরে মাঠের বাইরে। ওই ছক্কায় ম্যাচে ফেরে বাংলাদেশ। ফিফটি পূর্ণ হয় তরুণ তারকারও।

শেষ ওভারে দরকার পড়ে ৯ রান। প্রথম বলেই ৪ মেরে দেন সুমন খান। নাগালে চলে আসে জয়। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই বাংলাদেশ পৌঁছায় জয়ের বন্দরে। ৯ বলে ১১ রান করে অপরাজিত থাকেন সুমন।

জয় দিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে সাইফ হাসান, আকবর আলীর দল। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের কোভিড শনাক্ত হওয়ায়। ম্যাচ চলাকালীন পাওয়া করোনা রিপোর্টে পজিটিভ হন তিনি।

পরে দুই দলের সকল খেলোয়াড় নতুন করে পরীক্ষার জন্য নমুনা দেন। সকলেই নেগেটিভ হওয়ায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার গড়ায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

দুইদিন আইসোলেশনে থাকা প্রিটোরিয়াস খেলেছেন ৯০ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৩ রানের লড়াকু পুঁজি পায় আইরিশরা।

রাকিবুল হাসান ও সুমন খান নেন ২টি করে উইকেট। শফিকুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ নিয়েছেন একটি করে উইকেট।

ইমার্জিং টাইগারদের জয়ের পথে সাইফ হাসান ৩৬, মাহমুদুল হাসান জয় ৬৬, ইয়াসির আলি ৩১, তৌহিদ হৃদয় ৩১ রানের অবদান রাখেন।