Home আইন-আদালত ৩ দিনের রিমান্ডে ইরফান

৩ দিনের রিমান্ডে ইরফান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সাংসদ হাজি সেলিমের পুত্র মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষীর ৩ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করার পর এ সময় আসামি পক্ষের আইনজীবি রিমান্ড বাতিলের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত এই আদেশ দেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ড নিতে আবেদন করা হয়। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন।

গত রবিবার রাতে রাজধানীর কলাবাগানে হামলার শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ। রাতেই ধানমন্ডি থানায় মামলা করেন তিনি।

পরদিন র‍্যাবের অভিযানে লালবাগের বাসা থেকে অনুমোদনহীন মদ ও অবৈধভাবে ওয়াকিটকি উদ্ধার হয়। এতে ইরফান ও জাহিদকে এক বছর কোরে জেল দেন, র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, ঢাকা দক্ষিণ সিটির ৩০ ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, ইরফান সেলিমকে। এদিকে, গতরাতে ইরফান ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে, দুটি করে মোট চারটি মামলা করেছে, র‍্যাব।