মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ স্থানে বড়সড় সামরিক হামলা চালানোর হুমকি দিলেন । পরপর তিনটি টুইট করে ট্রাম্প বলেছেন, ইরান কোনও মার্কিন নাগরিক বা আমেরিকার কোনও সম্পত্তির উপর হামলা করলে আমেরিকা পাল্টা হামলা চালাবে। কোথায় কোথায় হামলা চালানো হবে সেই জায়গাগুলি বেছে রাখা হয়েছে।
টুইট করে ট্রাম্প বলেছেন, আমরা ৫২টি জায়গাকে লক্ষ্য করেছি, যার মধ্যে অনেকগুলি ইরানের ঐতিহ্য ও সংস্কৃতির কাছে খুবই গুরুত্বপূ্র্ণ। ইরান যদি কোনও মার্কিন নাগরিক বা আমেরিকার কোনও সম্পত্তির উপর হামলা করে, আমরা দ্রুত ভয়ংকর ধরনের পাল্টা আঘাত হানবো।
ট্রাম্পের বলা ৫২ সংখ্যাটির একটি তাৎপর্য আছে। অনেক বছর আগে ৫২ জন আমেরিকানকে বন্দি করে রেখেছিল ইরান। সেই কারণেই ৫২ সংখ্যাটির উল্লেখ করেছেন ট্রাম্প। বিশ্বের অন্যতম প্রাচীন সংস্কৃতির পীঠস্থান ইরানের সাংস্কৃতিক জায়গায় আঘাত হানা যুদ্ধাপরাধের সামিল হবে বলে অনেকের মত।
মার্কিন প্রশাসন মুখে উত্তেজনা প্রশমনের কথা বললেও ট্রাম্পের টুইটের পরে উত্তেজনা আরও এক ধাপ বাড়লো। ইরানের সামরিক টার্গেট না বলে সাংস্কৃতিক ভাবে গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানোর কথা বলার ফলে ইরানের জনগণকেও খেপিয়ে দিলেন ট্রাম্প। অনেকের মতে আমেরিকা এই রকম কিছু করলে তা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে যাবে ।
বিজনেসটেুডে২৪ ডেস্ক