Home আন্তর্জাতিক ইরান পাকিস্তান আফগান কার্গো হ্যান্ডলিং বন্ধ করে দিচ্ছে মুন্দ্রা বন্দর

ইরান পাকিস্তান আফগান কার্গো হ্যান্ডলিং বন্ধ করে দিচ্ছে মুন্দ্রা বন্দর

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইরান,পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা কোন কন্টেইনার কার্গো হ্যান্ডলিং করবে না গুজরাতের মুন্দ্রা বন্দর। ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে তাদের এই সিদ্ধান্ত।

মুন্দ্রা বন্দর পরিচালনা করে আদানি শিল্পগোষ্ঠী। মুন্দ্রা বন্দরে দুটি কন্টেইনারে গত ১৩ সেপ্টেম্বর  প্রায় ৩ হাজার  কেজি হেরোইন ধরা পড়ায় শোরগোল পড়ে গিয়েছিল সমগ্র ভারতে। এই মাদকের বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা বলে দাবি করা হয়। কনসাইনমেন্টটি এসেছিল আফগানিস্তান থেকে, যারা দুনিয়ার সবচেয়ে বড় আফিম উৎপাদনকারি দেশগুলির অন্যতম।

প্রক্রিয়াকরণ না হওয়া ট্যালক পাউডারের বড় বড় ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল  ওই হেরোইন। ব্যাগের একেবারে নীচে হেরোইন রেখে তার ওপর ট্যালক পাথর থরে থরে বসিয়ে রাখা হয় যাতে তা ধরা না পড়ে। কাস্টমস ও রাজস্ব গোয়েন্দা কর্তারা যৌথ অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেন। দেশব্যাপী দফায় দফায় তল্লাসি অভিযান চালিয়ে আফগান ও উজবেক নাগরিক সহ আটজনকে গ্রেফতার করা হয়।

মাদক উদ্ধার হওয়া নিয়ে সোস্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে আদানি গোষ্ঠী জানায় যে তাদের কন্টেইনার পরীক্ষা, নজরদারির কোনও অধিকার নেই। বিবৃতিতে তারা বলে, দেশের কোথাও কোনও বন্দর অপারেটর কন্টেইনার পরীক্ষা করে দেখতে পারে না। তাদের ভূমিকা শুধুমাত্র বন্দর চালানোতেই সীমিত। বন্দরের টার্মিনাল দিয়ে যে লক্ষ লক্ষ টন টন কার্গো, কন্টেইনার বেরিয়ে যাচ্ছে, তার ওপর নজরদারি, তল্লাসির কোনও এক্তিয়ার নেই আমাদের।