বিজনেসটুডে২৪ ডেস্ক
হিজাব বিরোধী আন্দোলনে নেমে আধা সামরিক বাহিনীর এক জওয়ানকে খুন করার অপরাধে দুই যুবককে ফাসিতে ঝোলাল ইরান (Iran) সরকার। শনিবার সকালে তাদের মৃত্যু দন্ড কার্যকরী হয়েছে। মৃতদের নাম মহম্মদ মাহদি করামি ও সৈয়দ মহম্মদ হোসেইনি।
জানাগেছে, হিজাব বিরোধী আন্দোলনে নেমে শহিদ হয়েছিলেন সামরিক বাহিনীর জওয়ান রুহোল্লা আজামিয়ান। সেনা জওয়ান হত্যা কাণ্ডে অপরাধের মূল চক্রী হিসাবে দুজনকে চিহ্নিত করা হয় মহম্মদ মাহদি করামি ও সৈয়দ মহম্মদ হোসেইনিকে। ডিসেম্বরের প্রথমেই ওই দুজনকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে হিজাব যথাযথভাবে না পরার অভিযোগে মহসা আমিনি নামে এক আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছিল ইরানের পুলিশ। এরপর সেপ্টেম্বর মাসে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। এরপরই ইরান জুড়ে শুরু হয় হিজাব বিরোধী ভয়াবহ আন্দোলন। রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। কড়া হাতে আন্দোলনকে দমন করতে গিয়ে সমস্যায় পড়ে যায় ইরান সরকার। শুরু হয় ধরপাকর। হাজার খানেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয় ইরান জুড়ে।
এদিকে আন্দোলনের সূচনা থেকেই একের পর এক আন্দোলনকারীকে মৃত্যুদন্ডের নির্দেশ দেয় আদালত। সব মিলিয়ে ১৪ জনকে মৃত্যুদন্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে চারজনের মৃত্যুদন্ড কার্যকরী হয়েছে। দুজনের মৃত্যুদন্ডের নির্দেশকে নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট। বাকি ৬জন নতুন করে ট্রায়ালের জন্য অপেক্ষা করছেন। দুজন নতুন করে প্রাণ রক্ষার আবেদন করতে পারেন।