বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: সাবেক সিটি কাউন্সিলর মো. ইলিয়াছকে রাজধানীর কলাবাগান থেকে গ্রেপ্তার করা হযেছে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। মো. ইলিয়াছ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
হালিশহর থানাসূত্রে জানা যায়, ষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ২৭ আগস্ট হালিশহর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি ইলিয়াছ। এছাড়া সম্রাট নামে একজনকে মারধরের ঘটনায় দায়ের করা মামলারও পলাতক আসামি তিনি। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।