বিজনেসটুডে২৪ ডেস্ক
১১৪ টা মাছ। ওজন তেমন খুব বেশি না। তারপরও দাম অনেক। কারণ তেলেভোলা মাছ এগুলো। বিক্রি করে পাওয়া গেল ৬০ লাখ টাকার বেশি।
মাছগুলো আটকে পড়েছে পশ্চিমবঙ্গের কাকদ্বীপে। অনেক দামি মাছ।
মৎস্যজীবীদের জালে ওঠা ১১৪টা তেলেভোলা বিক্রি হয়েছে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার আড়তে।
জানা যায়, কাকদ্বীপের গিরিবালা ট্রলার বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গেছিল সকালে। কিন্তু ইলিশের বদলে সেই ট্রলারেই ওঠে ১১৪টি তেলেভোলা। ইলিশ মেলেনি তো কী, তেলেভোলাতেই ভাগ্য ফিরবে মৎস্যজীবীদের।
মাছগুলো পাড়ে আনতেই দেখতে ভিড় জমান উৎসুক মানুষজন। এত দামী মাছ চোখের সামনে দেখতে পাওয়াও যে ভাগ্যের ব্যাপার।
নগেন্দ্র বাজার আড়তের কর্মীরা বলেন, তেলেভোলা মাছের পটকা থেকে জীবনদায়ি ওষুধ তৈরি হয়। তাই মাছের বাজারদর অনেকটাই বেশি। এবছর জালে ইলিশ সেভাবে না পড়লেও একবার তেলেভোলা পড়তেই যেন ভাগ্যের চাকা ঘুরে গেল কাকদ্বীপের মৎস্যজীবীর।