বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঈশ্বরদী: নির্মিয়মান রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত দুই রাশিয়ান মারা গেছে। তাদের একজন মারা গেছে ১৪ তলার সিঁড়ি থেকে পড়ে। আরেকজন মারা গেছেন অসুস্থ হয়ে। তাদের একজনের নাম টলমাচেফ ভায়াচেস্লাভ (৫০)। অন্যজনের নাম চুকিন পাভেল (৪৮)
তাদের মরদেহ ময়না তদন্তের পর দেশে পাঠানো হবে বলে জানান ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান।
চিকিৎসকদের বরাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ‘ধারণা করা হচ্ছে, পাভেল হৃদ্রোগে আক্রান্ত হন এবং ভায়াচেস্লাভ সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়।’
থানা সূত্র জানায়, শুক্রবার রাত সোয়া একটার দিকে টলমাচেফ ভায়াচেস্লাভ (৫০) নামের এক রুশ নাগরিকের মৃত্যু হয়। তিনি গ্রিন সিটির ১২ নম্বর আবাসিক ভবনের ১৩ তলার ১৩১ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের এস এম ইউ-১ নামে আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনস্টলার হিসেবে কাজ করতেন তিনি। তিনি মদ্যপ অবস্থায় হাঁটার সময় হঠাৎ ১৪তলার সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হন। পরে কোম্পানির নিজস্ব ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রাত আনুমানিক ৩টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রেস্ট রোসেম নামে রুশ সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রুশ নাগরিক চুকিন পাভেল (৪৮) অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে গ্রিনসিটি আবাসিক থেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।