Home First Lead ব্যর্থতার কথা স্বীকার করলেন ইসরাইল প্রতিরক্ষা প্রধান

ব্যর্থতার কথা স্বীকার করলেন ইসরাইল প্রতিরক্ষা প্রধান

লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইসরাইলের অতর্কিতে আক্রমণ, আর পরিণতিতে মৃত্যুপুরী গাজা। আক্রান্ত শিশু, মহিলা সহ একাধিক মানুষ। ভয়ে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে তারা। বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় হাসপাতালের কাজ ব্যাহত হচ্ছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার ইসরায়েলে অনুপ্রবেশ করেছে এবং নজিরবিহীন হামলা চালিয়েছে। এর পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বৃহস্পতিবার এর পেছনে তার বাহিনীর ব্যর্থতা স্বীকার করেছেন। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটি তার প্রথম প্রকাশ্য বিবৃতি।

দক্ষিণ ইসরায়েল থেকে হালেভি বলেছেন, ‘আইডিএফ দেশ ও নাগরিকদের নিরাপত্তার জন্য দায়ী। শনিবার সকালে গাজা উপত্যকার আশপাশের এলাকায় আমরা তা দিতে পারিনি। আমরা শিখব, তদন্ত করব। কিন্তু এখন যুদ্ধের সময়।’

ইসরায়েলি বাহিনীর প্রধান বলেন, হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক ফিরিয়ে আনতে ইসরায়েল যা যা করা সম্ভব করবে। গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি আনুমানিক ২০০ ইসরায়েলি ও বিদেশি সম্পর্কে হালেভি বলেছেন, ‘আমরা আটক দেশে ফিরিয়ে আনার জন্য সব কিছু করব। আমরা অনেক জঙ্গি, অনেক কমান্ডারকে হত্যা করছি, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছি, যা এই ভয়ানক, নৃশংস অপরাধকে সমর্থন করেছি। গাজা ভবিষ্যতে আর আগের মতো থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইসরাইলের নির্মমতা নিয়ে গর্জে উঠেছে বহু দেশ। গতকাল ইসরাইলের ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ বিরতির আহ্বান জানান নোবেল জয়ী মালালা ইসুফজাই। অবস্থার বীভৎসতার কথা তুলে ধরে তিনি গাজার শিশুদের অবস্থার কথা নিয়ে দুঃখপ্রকাশ করেন মালালা।