Home Second Lead ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে মো. আবুল কালামকে নিয়োগ দেয়া হয়েছে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মো. মোতাসিম বিল্লাহ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত তারা দুইজন এ দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ঋণ অনিয়মের আশঙ্কায় ২০১০ সালের ডিসেম্বর মাসে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা ব্যাংকটির সভায় অংশ নিতে শুরু করেন। পর্যবেক্ষক থাকা অবস্থায় ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনা চট্টগ্রামভিত্তিক একটি শিল্প গ্রুপের হাতে চলে যায়। এর পর ২০২০ সালের মার্চে পর্যবেক্ষক সরিয়ে নেয় বাংলাদেশ ব্যাংক।

ইসলামী ব্যাংকের মালিকানা বদলের পর এই ব্যাংক থেকে কোন বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষক সরিয়ে নিয়েছিল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে। এখন আবারো পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক।