Home সারাদেশ আড়াইকোটি টাকার ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

আড়াইকোটি টাকার ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

লক্ষ্মীপুর: ২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকা মূল্যের ৮৫ হাজার ২০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ ও এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গেফতারকৃত মনির হোসেন চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক। এছাড়া ইব্রাহিম একই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও আমির হোসেন ওই ইউনিয়ন যুবলীগের সদস্য।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী গ্রাম থেকে ইয়াবাসহ মনির হোসেন, মো. ইব্রাহিম ও আমির হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৩৬টি প্যাকেট ভর্তি ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল ইসলাম বাদি হয়ে এ মামলা করেন।