বিজনেসটুডে২৪ ডেস্ক:
শেয়ারহোল্ডাররা ই-বে এর প্রতি গভির আস্থা রেখেছে। ছোট ব্যবসা থেকে শুরু করে এখন সারাবিশ্বে মিলিয়ন ক্রেতা আছে এই প্রতিষ্ঠানের।
অনলাইন মার্কেটে ই-বেয়ের ব্যবসা ভালোই হয়েছে। পাশাপাশি করোনার লকডাউনের মধ্যে ক্রেতাদের ঘরে বসেই কেনাকাটার প্রবণতা তাদের লাভ আরো বাড়িয়েছে।
গেল বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেষ তিন মাসে আয় বেড়েছে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার। বছরজুড়ে ৭ শতাংশ বেড়ে ক্রেতা সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ মিলিয়ন।
ই-বে এর প্রধান নির্বাহী জ্যামি ল্যালন বলেন, মহামারিতে বিক্রি যেমন বেড়েছে; মহামারি কাটিয়ে ওঠার পর আরো বাড়বে।সব মিলিয়ে প্রতিষ্ঠানটির পণ্য ২১ শতাংশ বেড়ে বাজারমূল্য দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। এই হিসাব ২০১৯ সালের সঙ্গে তুলনা করে ২০২০-এর শেষ পর্যন্ত। এই খবরে শেয়ারের দাম বেড়ে গেছে ৯ শতাংশ।
অনলাইন মার্কেট প্লেস হলিডে শপিংয়ে ২০২০ উপহারসামগ্রীতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। ই-বে তাদের নতুন দুই ক্যাটাগরির পণ্য সবচেয়ে বেশি বিক্রি করেছে।