বিজনেসটুডে২৪ ডেস্ক: ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে আজ রোববার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সেখানকার আকাশে। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন শনিবার এ তথ্য জানিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।
সৌদি আরবের বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয়। এর আগে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সৌদি আরবের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি বলেন, ‘সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে শনিবার ৬টা ১২ মিনিটে সূর্য অস্ত যাবে এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যাবে। দৃশ্যমানতার সময় দীর্ঘ অথবা ছোট হোক, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ দেখা সম্ভব’। পরবর্তীতে আব্দুল্লাহ আল-আমার নামে অপর এক জ্যোতির্বিদ বলেন, ‘আমি প্রত্যাশা করছি সুদাইরে শনিবার আমরা চাঁদ দেখতে পাব’। শেষ পর্যন্ত তাদের ধারণা ঠিক হয়।

আরব আমিরাতে গতকাল শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় তারাও আজ রোববার ঈদুল ফিতর উদযাপন করছে। সাধারণত যে কোনো আরব দেশে চাঁদ দেখা গেলে পার্শ্ববর্তী দেশগুলোতেও দৃশ্যমান হয়। সুতরাং পুরো মধ্যপ্রাচ্যজুড়ে আজ ঈদুল ফিতর উদযাপিত হবে।
আগামীকাল সোমবার বাংলাদেশসহ উপমহাদেশ, পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ঈদুল ফিতর উদযাপিত হবে। পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ করে আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। আর বাংলাদেশে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যম। তবে সেসব নিউজে বাংলাদেশের কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে। ইন্দোনেশিয়া ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটিতে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর পালন করবে। রোববার খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।