Home Second Lead ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে শনিবার (১৫ মে)। আজ রবিবার (১৬ মে) থেকে খুলেছে অফিস।

আজ থেকে ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারও খোলা ।

অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক কম। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা এদিন অফিস করছেন। রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল, দিলকুশা ঘুরে দেখা গেছে, ব্যাংকগু‌লো‌তে কা‌জের চাপ কম থাকায় গল্প-গুজব আর ঈদের শু‌ভেচ্ছা বিনিময় কর‌ছেন অনেকে। বাংলাদেশ ব্যাংকেরও একই চিত্র। ত‌বে ব্যাংকের অন্যান্য কার্যক্র‌মের মতো লেন‌দেন কম থাক‌লেও সঞ্চয়প‌ত্র কেনার গ্রাহ‌কের ভিড় ছিল লক্ষ্য করার মতো।

ম‌তি‌ঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের ডেপু‌টি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ম‌নিরুজ্জামান ব‌লেন, ঈদের পর আজ‌ প্রথম অফিস। ত‌বে এবার যে‌হেতু কর্মস্থলে থাকার নি‌র্দেশনা ছিল তাই কর্মকর্তা-কর্মচারী‌দের উপস্থি‌তি স্বাভাবিক র‌য়ে‌ছে।

সাধারণ নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে হিসেব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। কিন্তু এবার করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই বুধবার (১২ মে, ২৯ রমজান) শেষ কর্মদিবস অফিস হয়ে বৃহস্পতিবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। শুক্রবার উদযাপিত হয় ঈদুল ফিতর। শনিবারও ছিল ঈদের ছুটি। যদিও সরকার ঘোষিত তিন দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি।