Home খেলাধুলা উইজডেনের ‘সেরা কিশোর একাদশে’ মুশফিক

উইজডেনের ‘সেরা কিশোর একাদশে’ মুশফিক

বিজনেসটুডে২৪ ডেস্ক:

কিশোর বয়সে অভিষেকের পর যারা ক্রিকেটে আলো ছড়িয়েছেন, ছড়াচ্ছেন তাদের নিয়ে একাদশটি গঠন করেছে উইজডেন। এক দেশ থেকে একজনের বেশি রাখা হয়নি। বিখ্যাত এই ক্রিকেট সাময়িকী উইজডেনের টিনএজ রায়ট টেস্ট একাদশে রাখা হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিমকে।

উইজডেনের সেরা কিশোর একাদশে ইমরান খান (অধিনায়ক), নেইল হার্ভে, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) আছেন।

এখনো ক্রিকেট খেলছেন এমন খেলোয়াড় একাদশে আছেন আর একজন-প্যাট কামিন্স। বাকিদের মধ্যে শচীন টেন্ডুলকার যেমন রয়েছেন, তেমনি আছেন গ্যারি সোবার্স এবং ওয়াসিম আকরামদের মতো মহাতারকা।

মুশফিক সম্পর্কে উইজডেন লিখেছে, ‘৩৩ বছর বয়সেও মুশফিকুর রহিম দারুণ এগিয়ে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে নিজ দেশের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে পরিচিতি পেয়েছেন।’

‘ছোট শরীরের সুদর্শন চেহারার এই ক্রিকেটার একমাত্র উইকেটরক্ষক, টেস্টে যার একটির বেশি দ্বিশতক আছে। বাংলাদেশ ২০০ রানের বেশি যত স্কোর করেছে, সেখানে তার ৬০ শতাংশ করে রান।’

সব মিলিয়ে নির্বাচিত ক্রিকেটার কিশোর বয়সে কেমন খেলেছেন, সেই পরিসংখ্যান এখানে বিবেচনা করা হয়নি। তাদের গোটা ক্যারিয়ার কেমন গেছে, কেমন যাচ্ছে-সেদিকে নজর দেয়া হয়েছে।