Home সারাদেশ উজিরপুরে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ীতে ডাকাতি

উজিরপুরে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ীতে ডাকাতি

সংবাদদাতা, উজিরপুর (বরিশাল ) থেকে: বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মৃত: সহিদুল ইসলাম সরদারের বাড়ীতে ডাকাতি হয়েছে। ৩ মার্চ আনুমানিক রাত ২টায় দরজার কেচিগেটের তালা ভেঙ্গে ডাকাত দল ভিতরে প্রবেশ করে। সহিদুর ইসলামের ছেলে সাইফুল ইসলাম মিলন(৩৫), শ্যালক ফাহাদ সরদার (২০) ও ছেলের স্ত্রী রেশমা আক্তার (২৪) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেঁধে ৮ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার গহনা, ৩টি মোবাইল সেট ও নগদ ৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে  গেছে। একথা জানান সাইফুল ইসলাম মিলন।

ওই রাতেই উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তিনি জানান  এ পর্যন্ত কোন মামলা হয়নি, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উজিরপুরে নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন’র যোগদান

উজিরপুরে নবাগত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন যোগদান করেছেন। এ উপলক্ষে ৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে বিদায়ী নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাসের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল।

শিকারপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

শিকারপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৩ মার্চ বৃহস্পতিবার  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন এর সভাপতিত্বে ইউপি সদস্য জুবায়ের মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রহিম মাষ্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি। বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নান্নু সিকদার, বীর মুক্তিযোদ্ধা আঃ আউয়াল, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমিরুন ইসলাম দুলাল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব ইসলাম বাদল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাজমুল হক মুন্না, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, ইউপি সদস্য মোঃ আশ্রাফ রাড়ী, মোঃ সেলিম মুন্সি, চন্দ্র শেখর প্রমুখ।

উজিরপুরে পৌরসভার উদ্যোগে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদ্যাপন

 উজিরপুর পৌরসভার উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু।

উজিরপুর মহিলা কলেজের একাডেমিক ভবন ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

উজিরপুরে মহিলা কলেজে জাইকা প্রকল্পের অধীনে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গর্ভনিং বডির সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, প্রবীন আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, জাতীয় পার্টির নেতা মজিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, গর্ভনিং বডির সদস্য গোলাম মোস্তফা, ঠিকাদার বরুন কুমার মিত্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী প্রমুখ।  মহিলা কলেজের বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।