জাকার্তা থেকে উড্ডয়নের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইন্দোনেশিয়ার একটি ফ্লাইট৷ শ্রিভিজয়া এয়ার-এর বিমানটিতে অর্ধশতাধিক যাত্রী রয়েছেন বলে জানা গেছে ৷
শনিবার সুকর্নো-হাত্তা বিমানবন্দর থেকে প্লেনটি যাত্রা করে ৷ পশ্চিম কালিমান্তান প্রদেশের রাজধানী পন্টিয়ানাক এর উদ্দেশ্যে সেটি যাত্রা করে ৷ বোয়িং ৭৩৭-৫০০ মডেলের বিমানটি উড্ডয়নের চার মিনিটের মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৷ সেসময় এটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল৷
সংবাদটি নিশ্চিত করে সরকারের মুখপাত্র আদিতা ইরাবতি জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত চলছে৷ সরকারের অনুসন্ধান কমিটি, উদ্ধারকারী সংস্থা ও জাতীয় যোগাযোগ নিরাপত্তা কমিটি সমন্বয়ের মাধ্যমে কাজ করছে৷
এয়ারলাইন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্লাইটটিতে ৫৬ জন যাত্রী ও ছয় ক্রু সদস্য ছিলেন৷
বিমানটি বিধ্বস্ত হয়েছে কীনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কোন কর্তৃপক্ষ৷
-বিজনেসটুডে২৪ ডেস্ক