Home শেয়ারবাজার উত্তরা ব্যাংকের সহযোগী কোম্পানি বন্ধের সিদ্ধান্ত

উত্তরা ব্যাংকের সহযোগী কোম্পানি বন্ধের সিদ্ধান্ত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ইউবি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, সহযোগী কোম্পানিটির শুরু থেকেই কোনো কার্যক্রম নেই তাই সেচ্ছায় কোম্পানিটিকে বন্ধ করতে চায় উত্তরা ব্যাংক।

উত্তরা ব্যাংক নিয়ন্ত্রক সংস্থার সব নিয়ম মেনেই সহযোগী কোম্পানিকে বন্ধ করতে পারবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।