Home আগরতলা উত্তর-পূর্ব ভারতের প্রথম অর্থনৈতিক অঞ্চলের শিলান্যাস

উত্তর-পূর্ব ভারতের প্রথম অর্থনৈতিক অঞ্চলের শিলান্যাস

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

আগরতলা (ত্রিপুরা ): শুক্রবার সাব্রুমের জালিফায় উত্তর-পূর্ব ভারতের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল (স্পেশাল ইকোনামিক জোন- এসইজেড)’র শিলান্যাস হলো। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন।

মুখ্যমন্ত্রী এ সময় বলেন, আজ ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক দিন। ‘আত্মনির্ভর ত্রিপুরা’ গড়ার যে লক্ষ্যে এগিয়ে চলেছি আমরা, তাতে আজকের দিনটি মাইলফলক হয়ে থাকবে। এসইজেড-এর অর্থই হল, যেখানে একগুচ্ছ শিল্প, কারখানা গড়ে উঠবে, সেখানকার এবং সংলগ্ন এলাকার অর্থনৈতিক ছবি বদলে যাবে। প্রসার ঘটবে অনুসারী শিল্পেরও। সেই সঙ্গে তৈরি হবে বিপুল সংখ্যক কর্মসংস্থান। ত্রিপুরার যুব সমাজের জন্য আরও বেশি পরিমাণ কাজের সুযোগ তৈরি করা আমাদের সরকারের অগ্রাধিকার।

বলেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী সব সময় ত্রিপুরার পাশে রয়েছেন। মানুষের আশীর্বাদ, ভালবাসা নিয়েই আমরা আরও এগিয়ে যেতে চাই। কিন্ত কেউ কেউ চক্রান্ত করছেন। সেই চক্রান্ত সফল হবে না। ত্রিপুরার অগ্রগতি কেউ রুখতে পারবে না।

ভারতীয় রেলের গুদাম রয়েছে সাব্রুমে। ফেনি নদির ওপর ভারত-বাংলাদেশ সেতু তৈরির কাজ চলছে। তাছাড়া বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে সাব্রুমের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হওয়ার জন্য যা যা হওয়া দরকার, সবই এখানে রয়েছে।

২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে সমস্ত কর্মসূচী সামনে রেখে প্রচার করেছিল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তার অন্যতম। সাব্রুমে বাংলাদেশের ব্যবসায়ী-শিল্পপতিদের বিনিয়োগও হবে বলে আশা করা যাচ্ছে।