বিজনেসটুডে২৪ ডেস্ক
টানা ৫ কর্মদিবস দরপতনের পর বুধবার উত্থানে ফিরেছে শেয়ারবাজার।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১০টা ৪২ মিনিটে ডিএসইতে ১১৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫ পয়েন্টে।
বুধবার ডিএসইতে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে ৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।