বিজনেসটেুডে২৪ সংবাদদাতা
কক্সবাজার: নির্মাণ কাজ শেষ, অপেক্ষা কেবল উদ্বোধনের। এমন একটি সেতু ভেসে গেল বৃষ্টির পানির তোড়ে।
তবে, এটার সন্নিকটে জাইকার অর্থায়নে নির্মিয়মান আর একটি সেতু রয়েছে একেবারে নিখুঁত। এতে জনমনে প্রশ্ন উঠেছে ভেসে যাওয়া সেতুটির নির্মাণ কাজ ও তত্ত্বাবধান করার দায়িত্বে নিয়োজিতদের কার্যক্রম নিয়ে।
ভেসে যাওয়া সেতুটির অবস্থান পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার এলাকায়। সেতুটির নির্মাণ কাজ শেষ। দু’পাশে সংযোগ সড়ক তৈরি করে উদ্বোধনের কথা জুলাইয়ে। বৃষ্টির তোড়ে সেতুটির অর্ধেক অংশ ভেসে গেছে। বাকিটা পড়ে আছে।
এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আতিকুল্লাহ কোম্পানি বলেন, নির্মাণে কোনো রড ব্যবহার করা হয়নি। বুধবার বিকেল চারটার দিকে ভেঙে অর্ধেক অংশ পানিতে তলিয়ে গেছে। বাকি অংশে আমরা কোনো রডের ব্যবহার দেখিনি। শুধু সিমেন্ট দেখেছি।
স্থা