বিজনেসটুডে২৪ ডেস্ক:
চট্টগ্রাম জেলা পরিষদের অধীনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় নানা উন্নয়নমূলক প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) নির্মাণকাজ পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকল্পের গুণগতমান ঠিক রেখে দ্রুত সময়ে শেষ করার তাগিদ দেন এবং পরিষদের প্রকৌশলীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এম এ সালাম বলেন, প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ২০৪১ এর লক্ষ্য পূরণ করে উন্নত বাংলাদেশ গড়তে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অপরিহার্য। সে লক্ষ্যেই চট্টগ্রাম জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলা অঞ্চলে জেলা পরিষদের উন্নয়নকাজ করা হচ্ছে।
করোনা থেকে মুক্ত হওয়ার পর চেয়ারম্যান এম এ সালাম জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনের জন্য সব উপজেলা সফরে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে এই পরিদর্শন।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশসহ পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটিয়া উপজেলায় চলছে ১ হাজার আসন বিশিষ্ট অডিটরিয়াম নির্মাণ, জেলা পরিষদ মালিকানাধীন পটিয়া ডাকবাংলো পুনর্নির্মাণ, হেদায়েত আলী চৌধুরী বাড়ির পাশে ড্রেন নির্মাণ, নিশ্চিন্তাপুর বাকখাইন সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন এবং চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ পৌরসভা সদরে শাহ আমিন পার্কে স্মৃতিসৌধ নির্মাণ ও চন্দনাইশ হাসপাতালের অভ্যন্তরীণ সড়ক আরসিসি উন্নয়ন প্রকল্পের কাজ।