- চট্টগ্রাম, কক্সবাজারে ৯, মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আবহাওয়া বিভাগের ঝড় সতর্কীকরণ কেন্দ্র ৩৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উপকূলীয় দ্বীপ ও চরাঞ্চল ১০ ফুট থেকে ১৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আশংকা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল দুপুর ১২ টায় চট্টগ্রাম থেকে ৪৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৭০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৯০ কিলেমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩২০কিলোমিটার দূরে রয়েছে আম্পান।
উত্তর উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে বুধবার বিকেল/সন্ধ্যার মধ্যে সুপার সাইক্লোন সুন্দরবনের নিকট দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মোংলা পায়রায় ১০, চট্টগ্রাম কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
জলোচ্ছ্বাসের আশঙ্কা
ঘূর্ণিঝড় ও দ্বিতীয় পক্ষের চাঁদের সময়ের শেষদিনের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালি, ভোলা, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ, ১০থেকে ১৫ ফুটের অধিক উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
ঝড়োহাওয়ার সতর্কতা
ঘূর্ণিঝড় অতিক্রমকালে সাতক্ষীরা,খুলনা, বাগেরহাট, ঝালকাঠি,পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতিভারী বর্ষণসহ ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।