Home কৃষি উলিপুরে ১৬৫ হেক্টরে জাপানি মিষ্টি আলুর চাষ

উলিপুরে ১৬৫ হেক্টরে জাপানি মিষ্টি আলুর চাষ

 উলিপুর (কুড়িগ্রাম) থেকে আবুল কালাম আজাদ: উলিপুরে নদীবেষ্টিত চরাঞ্চলে জাপানি জাতের মিষ্টি আলুর ব্যাপক ফলন হয়েছে। গত বছর চরাঞ্চলের কৃষকদের অধিক লাভ হওয়ায় এবার এই বিদেশি জাতের মিষ্টি আলু চাষে ব্যাপক সাড়া পড়েছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের চাষিদের মাঝে জাপানি জাতের মিষ্টি আলুর বীজ ও সার প্রণোদনা হিসাবে দেয়া হয়। জাপানি জাতের মিষ্টি আলু- ওকিনাওয়া ও মুরাসাকি বাউ মিষ্টি আলু ১, ২ ও ৩ জাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত হয়ে কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চল এলাকায় ব্যাপক প্রসারতা লাভ করেছে। গত বছর অধিক ফলন হওয়ায় এবারে উপজেলার চরাঞ্চলে এ মিষ্টি আলুর চাষ করেছেন কৃষকরা। উপজেলার বেগমগঞ্জ, বকশিগঞ্জ, থেতরাই, গোড়াইপিয়ার, কদমতলা, দলদলিয়া, বুড়াবুড়ি, হকেরচরে প্রায় ২ হেক্টর জমিতে ১৫ টি প্রদর্শনী প্লট রয়েছে ওকিনাওয়া ও মুরাসাকি বাউ মিষ্টি আলুর। কৃষকদের প্রণোদনা হিসেবে  বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে।  গত বছর এ উন্নত জাতের মিষ্টি আলু চাষ করে অধিক ফলন পাওয়া গেছে। বিক্রি করে আয় হয়েছে প্রচুর।
মিষ্টি আলু চাষি আইয়ুব আলী, মোস্তাফিজুর, রাশেদুল ও মোজাম্মেল হক বলেন আমরা প্রদর্শণী হিসাবে প্লট আকারে উন্নত মানের মিষ্টি আলুর চাষ করেছি। উক্ত বীজ ও সার উলিপুর কৃষি অফিস থেকে প্রণোদনা হিসাবে বিনামূল্যে পেয়েছি। এবারে প্রচুর ফলন হয়েছে। আশা করি বিক্রি কর ভাল লাভ হবে।
উপজেলা কৃষি অফিসার জনাব সাইফুল ইসলাম বলেন, উন্নত মানের মিষ্টি আলুর জাত হওয়ায় অধিক ফলন হয়। চাষিরা বিক্রি করে প্রচুর আয় করেন। মিষ্টি আলুর চাষ করতে চাষিদের  আগ্রহ বেড়েছে। বাউ মিষ্টি আলুতে রয়েছে অনেক পুষ্টি মানুষের শরিরে এন্টি- অক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। তিনি আরও বলেন এবারে উপজেলার চরাঞ্চলে মোট ১৭ টি প্রদর্শনী প্লটে আছে প্রায় ২ হেক্টর জমি। এ ছাড়া এ মিষ্টি আলুর চাষ হয়েছে  প্রায় ১৬৫ হেক্টর জমিতে।