বিজনেসটুডে২৪ সংবাদদাতা
কুড়িগ্রাম: উলিপুর উপজেলার শতাধিক হরিজন পরিবারের মাঝে মঙ্গলবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
উলিপুর থানা মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র পাঠানো ত্রাণ বিতরণ করেন উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন।
সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে দু’দফায় বিতরন করা হয।এসময় সামাজিক দূরত্ব ও বাড়িতে থাকা এবং সাবান দিয়ে হাত ধোয়াসহ সচেতনতামূলক বিভিন্ন বিষয় অবহিত করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উলিপুরের ১০০ বিধবা, দুস্থ মহিলা ও বয়স্কদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছানো হয়। এ নিয়ে পুলিশ সুপারের তৃতীয় দফা খাদ্য সহায়তা কার্যক্রমে উলিপুরে ২০০ পরিবারে খাদ্য সামগ্রী দেয়া হলো। এছারাও ইমার্জেন্সি খাদ্য সহায়তা ও মধ্যবিত্ত পরিবারের গোপন ম্যাসেজে খাদ্য সামগ্রী পৌঁছানো অব্যাহত রয়েছে।