Home আন্তর্জাতিক বিক্ষোভে উত্তাল উহান, সংঘর্ষে নিহত ১০

বিক্ষোভে উত্তাল উহান, সংঘর্ষে নিহত ১০

উহানে বিক্ষোভ

বিজনেসটুডে২৪ ডেস্ক

উহান– চিনের এই শহরের (Wuhan China) নাম শুনলেই এখনও আঁতকে ওঠেন বিশ্বের বহু মানুষ। গত প্রায় তিন বছর ধরে চলা কোভিড মহামারীর আঁতুড়ঘর এই উহানই। এখান থেকেই প্রথম ছড়িয়েছিল নভেল করোনাভাইরাসের সংক্রমণ। সেই উহানেই সরকার-বিরোধী বিক্ষোভে (Protest On Streets) নেমেছেন লাখে লাখে মানুষ। দাবি, নতুন করে করোনার বিধিনিষেধ চালু করা যাবে না আর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সরকার বিরোধী এই আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যেই নিহত হয়েছেন ১০ জন বিক্ষোভকারী! কিন্তু ঠিক কেন ঘনিয়েছে এমন তীব্র প্রতিবাদ?

In China's Wuhan, Where Covid Outbreak Began, Hundreds Protest On Streets

তথ্য বলছে, গত এক সপ্তাহ ধরে চিনে ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। একটানা পাঁচদিন ধরে প্রতিদিন রেকর্ড সংখ্যক রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে খবর মিলেছে। এই পরিস্থিতিতে একাধিক শহরে নতুন করে কোভিড বিধিনিষেধ এবং আংশিক লকডাউনের পথে হাঁটতে চলেছে সরকার। উহানেও তেমনটাই হচ্ছে। এতেই খেপেছেন সাধারণ মানুষ। লকডাউনের বিভীষিকায় ফিরতে চান না কেউ। উহান-সহ একাধিক শহরে পথে নেমে, স্লোগান তুলে সে কথাই জানাচ্ছেন তাঁরা। এমনকি নজিরবিহীন ভাবে চাইছেন প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পদত্যাগ!

বিক্ষোভের আঁচ উস্কে গেছে, চিনের প্রান্তিক শহর উরুমকিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনায়। ১০ জন মানুষ একটি বাড়ির ভিতর পুড়ে মারা গেছেন। স্থানীয়দের দাবি, করোনার বিধিনিষেধকে সামনে রেখে আগুন লাগার পরেও ওই বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি বাসিন্দাদের! প্রতিবাদে সাদা কাগজ নিয়ে বিক্ষোভ দেখান অনেকে, মোমবাতি জ্বালিয়ে মৃতদের শ্রদ্ধাও জানানো হয়।
Hundreds protest against China's Covid-19 restrictions

তবে এই অভিযোগ অস্বীকার করেছে সরকার।

অনেকেই বলছেন, চিনে সচরাচর এ ধরনের বিক্ষোভ দেখা যায় না। কারণ, সে দেশে সরকারের সমালোচনা করা মানেই কড়া শাস্তির মুখে পড়া। তবে সাম্প্রতিক কালে চিনের ‘জিরো কোভিড নীতি’ এতটাই সমস্যার কারণ হয়েছে, মানুষের অসন্তোষ আর বাঁধ মানছে না। তার জেরেই এই বিক্ষোভ।