Home Uncategorized উৎসবময় পরিবেশে কালীগঞ্জে মাছের মেলা

উৎসবময় পরিবেশে কালীগঞ্জে মাছের মেলা

মেলায় বিশালকায় এক মাছ। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

গাজীপুর: উৎসবমুখর পরিবেশে আজ পৌষের শেষ শুক্রবার কালীগঞ্জে অনুষ্ঠিত হলো আাড়াই শ’ বছরের পুরনো মাছের মেলা। এটা কালীগঞ্জের মানুষের শীতকালীন বড় উৎসব।

এই মেলায় ওঠে বড় বড় নানা প্রকারের মাছ। জামাইরা সেই মাছ কিনে নিয়ে যান শ্বশুর বাড়ি। উপজেলার জামালপুর, জাঙ্গালীয়া ও বক্তারপুর ইউনিয়নের ত্রি- মোহনার বিনিরাইল এলাকায় বসেছে  ঐতিহ্যবাহী এই মেলা। এখানে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা ছিল বড় মাছ নিয়ে আসার। আবার জামাইদের মধ্যে প্রতিযোগিতা ছিল বড় মাছ নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার। দূর দূরান্ত থেকে ক্রেতারাও ছুটে আসেন মাছ কিনতে।

মাছ মেলার আয়োজক কমিটির সভাপতি ও ইউপি সদস্য কিশোর আকন্দ জানান, ব্রিটিশ শাসনামল থেকে শুরু হওয়া বিনিরাইলের মাছের মেলা এখন ঐতিহ্যে রূপ নিয়েছে। এ মেলা কালীগঞ্জের সবচেয়ে বড় মাছের মেলা হিসেবে স্বীকৃত।

জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, মাছের মেলাটি এ অঞ্চলের মানুষের ঐতিহ্যের ধারক-বাহক। তাই মেলায় বেচাকেনা যাই হোক, এ মেলা ঐতিহ্য আর কৃষ্টি-কালচারকে বহন করছে এমনটাই মনে করছেন স্থানীয়রা।

উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অনেকে এসেছেন উপজেলার সর্ববৃহৎ এই মাছের মেলায়। গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে অনেক মানুষ কেবল এই মেলা উপলক্ষেই কালীগঞ্জে এসেছেন।

প্রতি বছর অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ-সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এ মেলা। তখন আয়োজন করা হয় নবান্ন উৎসবেরও।

এবারের মেলায় প্রায় ৫ শতাধিক মাছ ব্যবসায়ী বাহারি মাছ নিয়ে এসেছেন। মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি,  বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যেরও আমদানি হয়। মেলায় সামদ্রিক চিতল, বাঘাআইড়, আইড়, বোয়াল, কালী বাউস, পাবদা, গুলসা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রূপচাঁদা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছও।