Home চট্টগ্রাম উ.পাহাড়তলীতে নাগরিক সমাজের ত্রাণ বিতরণ

উ.পাহাড়তলীতে নাগরিক সমাজের ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই লকডাউন: সাংসদ দিদারুল আলম

চট্টগ্রাম- ৪ (সীতাকুণ্ড–উত্তর কাট্টলী-উত্তর পাহাড়তলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সারা বিশ্বের মতো বাংলাদেশও মারাত্মকভাবে আক্রান্ত। এটি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সর্বশেষ সরকার মানুষের জীবন রক্ষায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন দিয়েছে। সরকারও চায় না দেশে লকডাউন চলুক। অর্থনৈতিক মেরুদ- ঠিক রেখে সরকার বাংলাদেশকে আর্থিক ক্ষতি থেকে যেমন রক্ষা করছে, তেমনি লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষগুলো নানাবিধ সহায়তা দিয়ে পাশে থাকছে। নগদ অর্থ সহায়তা, পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা, নিত্যপণ্য বিতরণ অব্যাহত রাখছে। এই সরকারের আমলে কেউই অভুক্ত থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী নিজ নিজ এলাকার কষ্টে থাকা মানুষগুলোর পাশে আছে তাদের মুখ থেকে যেনো হাসি বিলীন হয়ে না যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি ১১ জুলাই (রবিবার) বিকেলে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ওয়ার্ডের দুস্থ, হতদরিদ্র এবং খেটে খাওয়া প্রায় শতাধিক বাছাইকৃত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সচেতন নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিটি পরিচালনা করেন সদস্য সচিব মো. কামাল উদ্দিন পারভেজ।
উপস্থিত ছিলেন উত্তর পাহাড়তলী সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহবায়ক শহিদ উল্লাহ ভূঁইয়া, এম এ আজিজ, জামাল উদ্দিন তারেক, মো. আলী বাবলু, জাতীয় শ্রমিক লীগ আকবরশাহ থানা শাখার সভাপতি মো. জমির উদ্দিন মাসুদ, যুগ্ম সচিব আবদুল ওয়াজেদ খান রাজীব প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি