বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ব্যাংকের ঋণ পরিশোধে আবারও ছাড় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য, চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
চলমান ঋণ পরিশোধে আগামী বছরের জুন এবং তলবি ঋণ পরিশোধে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত শর্ত শিথিল করা হয়েছে।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বিশ্ব মহামারী করোনা ভাইরাস এর কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে বেসরকারি খাতে আর্থিক কর্মকান্ড অব্যাহত রাখার সুযোগ প্রদানে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারা ব্যবসায়ীদের শ্রেণীকরণ না করার নির্দেশনা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশ করে বৃহস্পতিবার (২৫ মার্চ ) পত্রে বলেন-‘সম্প্রতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বাংলাদেশে বিস্তার লাভ করার প্রেক্ষিতে আপনার নির্দেশনায় ২৪ মার্চ ২০২১ ইং তারিখের সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক আবারও ব্যাংক ঋণ পরিশোধে ছাড় দিয়েছে।’ এক্ষেত্রে গত বছরের মতোই আপাতত ঋণ শোধ না করলেও গ্রাহকদের খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে না বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপন মতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, যেসব ওয়ার্কিং ক্যাপিটাল বা চলমান ঋণের মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে এবং নতুন করে নবায়ন করা হয়নি, সেসব ঋণের শুধু সুদ পরিশোধ করলেই চলবে। তবে তা ২০২২ সালের জুন পর্যন্ত নিয়মিত রাখতে হবে। এসব গ্রাহকের কারো গত বছরের সুদ বকেয়া থাকলে চলতি মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে ছয়টি ত্রৈমাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করা যাবে। একই সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত আরোপিত সুদও ত্রৈমাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করার সুযোগ দেয়া হয়েছে। এছাড়া তলবি ঋণ চলতি মাস থেকে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত আটটি ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সময়োপযোগী নির্দেশনার জন্য চট্টগ্রাম-সহ সারা দেশের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই নির্দেশনায় হাজার হাজার ব্যবসায়ীকে আক্ষরিক অর্থেই খেলাপি হওয়া থেকে বাঁচিয়েছেন এবং তাদের অস্তিত্ব রক্ষায় সহায়ক হবে। এসব সুযোগ-সুবিধা পাওয়ায় ব্যবসায়ীরা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবেলায় সক্ষম হবেন এবং দেশের সামগ্রিক অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।