বিজনেসটুডে২৪ ডেস্ক
সময়ের এদিক ওদিক হওয়ায় মাত্র ৫০ পা দূরে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর বিমানে উঠতে দেওয়া হয়নি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইন্ডিগোর কর্মীদের কাছে অনেক অনুরোধ করেও লাভ হয়নি। বিমানে ওঠার জন্য এমনকি কান্নাকাটিও করেছিলেন অভিনেত্রী । কিন্তু তবু তাঁকে যেতে দেওয়া হয়নি । ঘটনার তিন দিন পর অভিনেত্রীর কাছে ক্ষমা চাইল ইন্ডিগো।
ঋতুপর্ণা সেনগুপ্ত ফেসবুকে ইন্ডিগোর টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন। দেখা যাচ্ছে ইন্ডিগোর তরফে সেখানে অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়া হয়েছে। সেই সঙ্গে সংস্থা এও জানিয়েছে তারা সেদিন ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু ফোন লাগেনি। এরপর অভিনেত্রীর কাছে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য সময় চেয়ে নিয়েছে ইন্ডিগো।
স্ক্রিনশট শেয়ার করে ঋতুপর্ণা লিখেছেন, কোনও ফ্লাইটের সময় বদলে দিলে যাত্রীকে তা আগে থেকে জানানো দরকার, নিজেদের ভুল স্বীকার করে নেওয়ার জন্য ইন্ডিগোকে ধন্যবাদ। সেদিন বিমানে উঠতে না পারার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। আমাকে কাজ শেষ করার জন্য আরও দু’বার যাতায়াত করতে হবে এর জন্য। আসা করছি ভবিষ্যতে এমনটা আর হবে না। আমি এটা শুধু নিজের জন্য বলছি না, প্রত্যেক নাগরিকের জন্যেই বলছি।
এখানেই শেষ নয়, ঋতুপর্ণা আরও বলেছেন, আমি সোশ্যাল মিডিয়ায় প্রচুর নেতিবাচক কমেন্ট দেখেছি, কিন্তু নিজে কিছুই বলিনি। আমি তো শুধু নিজের জন্য কিছু বলিনি, গোটা দেশের সমস্ত সাধারণ মানুষের জন্যেই বলেছি। একটা যাতায়াতের পিছনে অনেকটা পরিশ্রম থাকে, আমার সঙ্গে সেদিন যে অন্যায়টা হয়েছে আমি সেটার কথাই সকলকে জানিয়েছি।
সোমবার ভোরে আমদাবাদে যাওয়ার কথা ছিল ঋতুপর্ণার। কিন্তু নির্ধারিত বোর্ডিং টাইমের চেয়ে কয়েক মিনিট পরে ঢুকেছিলেন তিনি। হামেশাই ইন্ডিগোর বিমানে তিনি যাতায়াত করেন, কিন্তু সেদিন কোনওভাবেই তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এতে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। তবে ঋতুপর্ণার সেই পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বলেন যা হয়েছে ঠিক হয়েছে, নিয়ম সকলের জন্যেই সমান। অভিনেত্রী বলে ঋতুপর্ণা কেন বাড়তি সুবিধা পাবেন? আবার কেউ কেউ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে বলেন, এই পরিস্থিতিতে পড়তে হতে পারে তোমার আমার মতো সাধারণ মানুষকেও। এটা বিমানে যাতায়াতের খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা।