Home বিনোদন হিমাচলের পাহাড়ে ঋতুপর্ণা সেনগুপ্ত

হিমাচলের পাহাড়ে ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা প্রকৃতির কোলে। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক:

রাত প্রায় সাড়ে ১১টা। হিমাচল প্রদেশের ধর্মশালা শহর। তাপমাত্রা ৬ ডিগ্রি। কিন্তু হোটেলের রিসেপশনে প্রবেশ করতেই দেখা গেল ফিনফিনে পোশাকে ক্যামেরার সামনে শট দিচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালক দেবারতি ভৌমিকের নতুন ছবি ‘নজরবন্দি’র প্রেক্ষাপট হিমাচল। ইউনিট প্যাক আপের উদ্যোগ শুরু করেছে। ঋতুপর্ণা হেসে বললেন, ‘‘অনেকটা রাত হয়েছে। আজকে আর কোনও কথা নয়।’’

পরদিন সকাল থেকেই হোটেলের পিছনে সবুজ বাগানে শটের প্রস্তুতি শুরু হয়ে গেল। জানা গেল, ঋতুপর্ণা রূপটান শুরু করেছেন। সেট তৈরি তদারকি করছেন পরিচালক। ‘নজরবন্দি’র প্রেক্ষাপট সাইবার অপরাধ। তবে সেখানে থ্রিলারের মোড়কেই থাকছে একাধিক সম্পর্কের গল্প। দেবারতি নিজে ক্রাইম থ্রিলারের ভক্ত। কিন্তু তিনি চেয়েছিলেন নতুন কিছু করতে। বলছিলেন, ‘‘আমার মনে হয়েছিল, এমন একটা গল্প যদি বলা যায়, যেখানে চুরি বা ডাকাতি থাকবে না। কিন্তু তা সত্ত্বেও দর্শকের জন্য সাইবার অপরাধ নিয়ে একটা ইতিবাচক বার্তা থাকবে।’’

উল্লেখ্য, এই ছবিতে কোনও পুরুষ চরিত্র নেই। এই ভাবনা প্রসঙ্গেও পরিচালকের নিজস্ব যুক্তি রয়েছে। তাঁর কথায়, ‘‘অপরাধের কোনও ছবিতে বেশির ভাগ সময়েই দেখি অপরাধী পুরুষ বা অপরাধ ঘটানো হচ্ছে মহিলাদের উপর। আমার ছবিতে অপরাধী এবং যিনি অপরাধের শিকার হচ্ছেন, প্রত্যেকেই নারী।’’ কিন্তু একই সঙ্গে দেবারতি জানিয়ে দিলেন, ‘নারীবাদ’-এর পক্ষে কোনও জোরালো সমর্থন বা চমক তাঁর উদ্দেশ্য নয়। তবে এই ধরনের কনসেপ্ট ভাবা সহজ হলেও বাস্তবায়িত করা কঠিন। পরিচালকের কথায়, ‘‘এমনও হয়েছে, ফ্রেমে কোনও পুরুষ প্রবেশ করেছেন। আমাকে সে কারণে নতুন করে আবার শট নিতে হয়েছে। এইটুকু চ্যালেঞ্জ তো নিতেই হবে।’’ এই ভাবনা থেকেই ছবিতে জুড়েছেন দর্শনা বণিক, রাজনন্দিনী পাল, লাবণী সরকারের মতো অভিনেত্রীরা। পরিচালক জানিয়ে দিলেন, কিছু গানের দৃশ্য ছাড়া ছবির সিংহভাগ দৃশ্যই এই হোটেলেই শুট করা হবে।

image of Rituparna Sengupta and Rajnandini Paulপাহাড়ের কোলে ঋতুপর্ণার সঙ্গে আড্ডায় রাজনন্দিনী। ছবি: সংগৃহীত।

 

imagae of Darshana Banikধর্মশালায় শুটিংয়ের ফাঁকে অন্য মেজাজে দর্শনা বণিক। ছবি: সংগৃহীত।