ঢাকা: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি’র ফল প্রকাশে সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি বোর্ড আইনের সংশোধনী সংসদে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
এ সময় আইনগুলো যাচাই-বাছাই করে দুদিনের মধ্যে রিপোর্ট দিতে সংসদীয় স্থায়ী কমিটিকে নির্দেশ দিয়েছে সংসদ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শুরু হয় সংসদের একাদশ অধিবেশন। অধিবেশনের কার্যসূচি অনুযায়ী শিক্ষামন্ত্রী ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স-১৯৬১, কারিগরি শিক্ষাবোর্ড আইন-২০১৮ এবং মাদ্রাসা শিক্ষাবোর্ড আইন-২০২০ সংশোধনের জন্য উত্থাপন করেন।
আইনগুলো হলো- ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ ’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ ও ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’।
পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি এক দিনের মধ্যে এবং বাকি দুটি বিল দুই দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
পরে পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি-সমমানের পরীক্ষাও না নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করা হবে।
ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ, সংসদে আইন পাশ হলেই শিগগিরই ফল প্রকাশ করা হবে বলে অধিবেশনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
-বিজনেসটুডে২৪ ডেস্ক