বিজনেসটুডে ২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: এইচএসসি পরীক্ষার ফলাফলের মূল্যায়ন নিয়ে কোনো পরীক্ষার্থীর আপত্তি থাকলে তাঁরা পর্যালোচনার (রিভিউ) আবেদন করতে পারবেন।রবিবার থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি ১২৫ টাকা। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।
শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এই রিভিউর আবেদন করতে হবে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখে <Space> দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে এসএমএম করতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: REV <Space> ,CHI <Space> 123456 এসএমএস করুন 16222 নম্বরে।
এরপর ফিরতি এসএমএসে একটি পিন নম্বর দেওয়া হবে। তারপর মেসেজ অপশনে গিয়ে REV লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে পিন নম্বর লিখে <Space> দিয়ে যোগাযোগের নম্বর (যেকোনো অপারেটরের নম্বর) দিয়ে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: REV <Space> YES, <Space> পিন নম্বর<Space> মোবাইল নম্বর এসএমএস করুন 16222 নম্বরে।
শনিবার (৩০জানুয়ারি) ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নের ফল ঘোষণা করা হয়। করোনাভাইরাসের কারণে এবার পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করা হয়েছে।