Home রকমারি সংবাদ একটি মাছ বেচে ৬৫ হাজার টাকা

একটি মাছ বেচে ৬৫ হাজার টাকা

এই শাপলাপাতা মাছটির ওজন ১০মণ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বাগেরহাট: বঙ্গোপসাগরে দুবলার চরের কাছে বিশাল এক শাপলাপাতা মাছ ধরা পড়েছে। ওজন প্রায় ১০ মণ।

রবিবার গভীররাতে কুতুব আলীর জালে শাপলাপাতাটি ধরা পড়ে। সোমবার মাছটি মোংলার প্রধান মাছ বাজারে বিক্রি হয়েছে। রাইজিং ফিস আড়ৎ মালিক মাছটি কিনেছেন ৬৫ হাজার টাকায়। পরে তিনি ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাগরে জেলের জালে ধরা পড়া মাছটি শাপলাপাতা মাছ নামে পরিচিত। স্থানভেদে কেউ কেউ এটিকে বাড়ুল মাছও বলে থাকেন।সাগর-নদীতে সাধারণত মাটি ছুঁই ছুঁই করে এটি চলাচল করে। এই মাছটি সামুদ্রিক মাছ, উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাজারে মাছটির ব্যাপক চাহিদা রয়েছে বলেও জানান তিনি।