বিজনেসটুডে২৪ ডেস্ক: একতা কাপুর প্রথমবার সমকামী প্রেমের গল্প নিয়ে আসছেন ছোটপর্দায়। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই পুরুষের সমকামী সম্পর্ক সমাজের বাঁকা নজর এড়িয়ে কীভাবে পরিণতি পাবে, এই নিয়েই এগোবে গল্প। আপাতভাবে এই হিন্দি ধারাবাহিকের নাম চুড়ান্ত হয়েছে ‘কভি তো খেরিয়ত পুছো’। যদিও এখনও পর্যন্ত এই মেগা প্রসঙ্গে মুখ খোলেননি একতা কিংবা চ্যানেল কর্তৃপক্ষ।
প্রাক্তন স্ত্রীকে নিয়ে আবেগপ্রবণ হৃতিক: প্রাক্তন স্ত্রী সুজানের সাফল্যে বাকরুদ্ধ হৃতিক রোশন। সমাজমাধ্যমে তাই সুজানকে নিয়ে কলম ধরলেন অভিনেতা। লিখলেন, “তোমার সাফল্যে গর্বিত সুজান। ২০ বছর আগে এই স্বপ্ন দেখেছিলে, সঙ্গে সাহস রেখেছিলে স্বপ্ন সত্যি করার। তোমার সাফল্যে আজ ওই ছোট্ট মেয়েটাকে দেখছি যে নিজের জেদে আর দক্ষতায় সাফল্যের শিখর ছুঁয়েছে। হায়দ্রাবাদের নতুন প্রকল্পের নকশা দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। যাঁরা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে সাধুবাদ জানাই।”
থ্রিলারে খুশি?
কেরিয়ারের শুরুতেই রোমান্টিক কমেডি ছবিতে কাজ করেছেন খুশি কাপুর। রোমান্টিক ছবির নায়িকা নয়, তাঁর ইচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের ছবিতে কাজ করার। সম্প্রতি এক সাক্ষাৎকারে খুশি কাপুর জানান, ভৌতিক ছবি কিংবা ভরপুর রহস্য মোড়া ছবির নায়িকা হতে চান তিনি। এই মুহূর্তে সমস্ত ঘরানার ছবিতেই কাজ করতে চান বলেও জানান তিনি।