চিকিৎসা বিজ্ঞানে চরম বিস্ময়জনক ঘটনা
বিজনেসটুডে২৪ ডেস্ক
একসঙ্গে ৯ জন সন্তানের জন্ম দিলেন মালির এক তরুণী! বিরল এই ঘটনায় চিকিৎসকরা জানিয়েছিলেন, মায়ের গর্ভে ৭টি ভ্রূণ রয়েছে। জন্ম দেওয়ার পরে দেখা গেল, তার থেকেও ২টি বাচ্চা বেশি ছিল ২৫ বছরের মায়ের পেটে।
জানা গেছে, হালিমা কিস্সে নামের ওই তরুণীকে নিয়ে এখন হইচই পড়ে গেছে সে দেশে। যখনই জানা গেছিল তাঁর পেটে সাতটি সন্তান বাড়ছে, তখনই দেশের প্রশাসনের তরফে তাঁর আলাদা যত্ন নেওয়া শুরু হয়। মার্চ মাসে চিকিৎসকরা যখন জানান বিশেষ কেয়ার প্রয়োজন, তখনই তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় মরক্কো। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি।
মালির স্বাস্থ্যমন্ত্রী ফ্যান্টা সিবি জানিয়েছেন, ৫টি মেয়ে এবং ৪টি ছেলে হয়েছে হালিমার। সব কটি বাচ্চা এবং মা ভাল আছেন।
আলট্রাসাউন্ড পরীক্ষার পরে চিকিৎসকরা জানিয়েছিলেন, হালিমা সাতটি বাচ্চার জন্ম দিতে চলেছেন। সিজারের তারিখও নির্ধারিত হয়েছিল বাচ্চাদের বেড়ে ওঠা দেখে। কিন্তু সিজার করার পরে দেখা গেল, আরও দুটি বাচ্চা রয়েছে পেটে। সব মিলিয়ে ৯টি সন্তানই সুষ্ঠুভাবে জন্ম নিয়েছে মরক্কোতে।
চিকিৎসা বিজ্ঞানে এটা চরম বিস্ময়জনক ঘটনা। শুধু তাই নয়, এমনটা যদি কখনও হয়ও, তবু সব কটি ভ্রূণের পরিপূর্ণ ভাবে বেড়ে উঠে সুষ্ঠু জন্ম নেওয়া কার্যত বিরল ঘটনা। তেমনটাই ঘটিয়েছেন হালিমা।