Home Second Lead এক্সেস রোডে কর্পোরেশনের আইসোলেশন সেন্টার উদ্বোধন

এক্সেস রোডে কর্পোরেশনের আইসোলেশন সেন্টার উদ্বোধন

প্রধান অতিথির ভাষণ দিচ্ছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ
  • চট্টগ্রামে আরও আইসোলেশন সেন্টার প্রয়োজন: তথ্যমন্ত্রী
  • দু’একদিনের মধ্যে মৃদু-মাঝারি আক্রান্তদের চিকিৎসা সেবা: মেয়র

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: শনিবার বিকেলে আগ্রাবাদ এক্সেস রোডে সীকম গ্রুপের সিটি কনভেনশন সেন্টারে সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত ২৫০ শয্যার আইসোলেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, চট্টগ্রামে আরো বেশি আইসোলেশন সেন্টার স্থাপন করার প্রয়োজন রয়েছে। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। প্রায় ১ কোটি জনঅধ্যুষিত এই নগরীতে ইতোমধ্যে ৪ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই উপলব্ধি থেকে চট্টগ্রামের সিটি মেয়র ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারটি স্থাপন করেছেন। সেটার সুফল অবশ্যই নগরবাসী পাবেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আইসোলেশন সেন্টারটি পরিচালক ডা. সুশান্ত বড়ুয়ার সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী, ১৫ আনসার ব্যাটেলিয়ানের ডাইরেক্টর এএসএম আজিজ উদ্দীন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, করোনা পরিস্থিতির সবকিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মনিটরিং করছেন। তাই হতাশার কোন কারণ নেই। বাংলাদেশতো বটেই, উন্নত দেশগুলো এতো চেষ্টা করেও এই পরিস্থিতি পুরোপুরি সামাল দিতে পারছে না। আজ দূর্বল ও সবল একাকার হয়ে গেছে। তাই সবচেয়ে বেশি প্রয়োজন প্রত্যেকে নিজের সুরক্ষা এবং অপরেরও সুরক্ষা নিশ্চিত করা। তাহলেই আমাদের ভয় কেটে যাবে এবং আমরা আবার সামাজিক সক্ষমতায় ফিরে যেতে পারবো।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আইসোলেশন সেন্টারটি আনুষ্ঠানিক উদ্বোধন হলেও প্রশিক্ষিত চিকিৎসক, স্বাস্থকর্মী ও জনবল নিয়ে আগামী দুই-এক দিনের মধ্যেই এখানে রোগী ভর্তি করা হবে। প্রথমত এই সেন্টারে মৃদু ও মাঝারী পর্যায়ের রোগাক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া হবে। এদের মধ্যে যাদের অবস্থা গুরুতর হবে তাদের উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালসহ যেখানে আইসিইউ, ভেন্টিলেশন ব্যবস্থা আছে সেখানে স্থানান্তর করা হবে।