Home আন্তর্জাতিক এক টুইটে ক্ষতি এক লাখ ২০ হাজার কোটি টাকা

এক টুইটে ক্ষতি এক লাখ ২০ হাজার কোটি টাকা

ইলন মাস্ক

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইলন মাস্ক। মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান। এক টুইটে ক্ষতি হয়ে গেলো প্রায় এক লাখ ২০ হাজার কোটি টাকা!

মাত্র একটি ১১ শব্দের টুইট করেছিলেন তিনি।
ইলন মাস্ক টেসলার সব শেয়ার বিক্রি করে দেবেন এমনটি নিজের কোনো স্থাবর সম্পত্তি রাখবেন না বলেও শুক্রবার (০১ মে) টুইটারে জানান। এর পরই শুরু হয় বিপর্যয়।
টুইটার বার্তায় টেসলার প্রতিটি শেয়ারের দাম অনেক বেশি উল্লেখ করেছিলেন এলন মাস্ক। কিন্তু সেই এক টুইটে সর্বনাশ ১ হাজার ৪০০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা।

টুইটের পর বিনিয়োগকারিরা আমেরিকায় টেসলার শেয়ার ছেড়ে দিতে শুরু করেন। এলন মাস্কের নিজের মালিকানায় থাকা শেয়ারের দামও তিন বিলিয়ন (৩০০ কোটি) মার্কিন ডলার কমে যায়।