Home Second Lead হিলি স্থলবন্দর দিয়ে পাটবীজ আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে পাটবীজ আমদানি শুরু

আমদানি করা ভারতীয় পাটবীজ

হিলি ( দিনাজপুর ) থেকে মোঃ নুরুজ্জামান হোসেন: হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পাটবীজ আসছে। শনিবার সন্ধ্যায়  ১২৬ মেট্রিক টন বীজ নিয়ে ৬টি ট্রাক প্রবেশ করেছে।

২০০৮ সালের পর এই প্রথম হিলি দিয়ে বীজ আমদানি হলো। ১ হাজার ডলার প্রতিট্রন বীজ। চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মিম সিড ট্রেডার্স, জেড অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, মঞ্জুর সিড কোম্পানি ও জুয়েল সিড কোম্পানি বীজ আমদানি করেছে। পাটবীজ আমদানিতে কোন শুল্ক নেই।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশে ভারতীয় পাটবীজের বেশ ভালো চাহিদা রয়েছে। সেই চাহিদাকে ঘিরে প্রতি বছর দেশের অন্যান্য বন্দর দিয়ে ভারত থেকে বীজ আমদানি হয়ে থাকে। সর্বশেষ ২০০৮ সালে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বীজ আমদানি হয়। এর পরে আর এই বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়নি। দীর্ঘদিন বন্ধের পর শনিবার বন্দর দিয়ে পাটবীজ আসা শুরু হয়েছে। প্রথমদিনে আসা বীজ গুদামে রাখা হয়েছে। হিলি শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পরীক্ষার পর এসব বীজ বন্দর থেকে খালাসের অনুমতি দেয়া হবে।

পাটবীজ আমদানিকারক রেন্টু বলেন, দেশের চাহিদা মোতাবেক ভারত থেকে বিভিন্ন বীজ আমদানি করে থাকি। তবে দীর্ঘ সময় ধরে ভারত থেকে পাটবীজ আমদানি বন্ধ ছিলো। সর্বশেষ ২০০৮ সালের পর আর এ বন্দর দিয়ে  আমদানি হয়নি। চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আবারও পাটবীজ আমদানি শুরু করেছি। আমদানি করা এসব পাটবীজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।