Home রকমারি সংবাদ এক রুই এক আইড় ৫১ হাজার টাকা!

এক রুই এক আইড় ৫১ হাজার টাকা!

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রাজবাড়ী: জেলার আরিচা ফেরিঘাটের পদ্মা নদীর অদূরে কালীদাস হলদা‌র না‌মে এক জে‌লের জালে ধরা পড়ে‌ছে ১৪ কে‌জি ওজনের এক‌টি রুই ও ১০ কে‌জি ২শ’ গ্রাম ওজনের এক‌টি আইড় মাছ।

বুধবার (২৪ফেব্রুয়ারি) সকালে দৌলত‌দিয়া ঘা‌টে মাছ দু‌টি ধরা পড়ে।

ওই দিন সকালে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা একটু লা‌ভের আশায় ওই জে‌লের থে‌কে মাছ দু‌টি কি‌নে নেন। এ সময় ১৪ কে‌জি ওজনের রুই মাছ‌টি ২ হাজার ৫০০ টাকা কে‌জি দ‌রে ৩৫ হাজার টাকা ও ১০ কে‌জি ২শ’ গ্রাম ওজনের আইড় মাছ‌টি ১ হাজার ৬০০ টাকা কে‌জি দ‌রে ১৬ হাজার টাকায় কি‌নে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, একটু লাভের আশায় সকালে পাবনার কালীদাস হলদারের কাছ থে‌কে ১৪ কে‌জি ওজনের এক‌টি রুই ৩৫ হাজার ও ১০ কে‌জি ২শ’ গ্রাম ওজনের এক‌টি আইড় ১৬ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকায় কি‌নে‌ছেন।