Home আন্তর্জাতিক এক লাখ টাকার শেয়ার ১০ বছরে ১.১৫ কোটি টাকা

এক লাখ টাকার শেয়ার ১০ বছরে ১.১৫ কোটি টাকা

ছবি সংগৃহীত

দিল্লি: বছর দশেক আগে এক লাখ টাকা বিনিয়োগ করেছেন দীপক নাইট্রাইটের শেয়ারে? এখন তাহলে পাবেন ১.১৫ কোটি টাকা। শেয়ার বাজারের ইতিহাস পর্যালোচনা করে এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

গত ১০ বছরে রাসায়নিক সংস্থা দীপক নাইট্রাইটের শেয়ারের দাম ১১৫ গুণ বেড়েছে। ২০১১ সালের ১১ অগস্ট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনসিই) বাজার বন্ধের সময় যেখানে সংস্থার প্রতিটি শেয়ারের দাম ছিল ১৮.৫ টাকা, চলতি বছর ১৩ অগস্ট তা দাঁড়িয়েছে ২,১৪১.৯ টাকা। চলতি সপ্তাহে অবশ্য অন্যান্য ছোটো বা মাঝারি সংস্থার শেয়ারের মতো কিছুটা চাপের মধ্যে আছে দীপক নাইট্রাইটও। 

তবে গত এক মাসে সংস্থার শেয়ার প্রায় ৯.৫ শতাংশ বেড়েছে। মাসখানেক আগে প্রতিটি শেয়ারের দাম পড়ছিল ১,৯৫৮.৩৫  ডলার। একইভাবে ছ’মাস আগে দীপক নাইট্রাইটের শেয়ারপিছু দর ১,১৭৮,৮ ডলার। অর্থাৎ ছ’মাস আগে কেউ বিনিয়োগ করে থাকলে ৮০ শতাংশ বেশি টাকা ফেরত মিলবে। চলতি বছরে বাজারে অন্যতম লাভজনক শেয়ারের তকমা পেয়েছে দীপক নাইট্রাইট। ওই সময়ের মধ্যে ২৬৫ শতাংশ অর্থ ফেরত পেয়েছেন লগ্নিকারীরা। পাঁচ বছর আগে টাকা ঢেলে থাকলে তো আরও লাভবান হবেন লগ্নিকারীরা। কারণ পাঁচ বছর আগে দীপক নাইট্রাইটের প্রতিটি শেয়ারে দাম ছিল ১০২.৫ টাকা। এখন তা দাঁড়িয়েছে ২,১৪১.৯ টাকা। অর্থাৎ ২,০০০ শতাংশ টাকা ফেরত মিলেছে।

সেই পরিসংখ্যানের নিরিখে যদি ছ’মাস আগে দীপক নাইট্রাইটে কেউ এক লাখ বিনিয়োগ করে থাকেন, তাহলে ১.৮ লাখ টাকা পাবেন। এক বছর আগে বিনিয়োগ করলে মিলবে ৩.৬৫ লাখ টাকা। পাঁচ বছর কেউ যদি এক লাখ টাকা ঢেলে থাকেন, তাহলে ২১ লাখ টাকার মতো মিলবে। একইভাবে কোনও লগ্নিকারী ১০ বছর আগে এক লাখ দেন এবং তা রেখে দেন, তাহলে ১.১৫ কোটি টাকা ফেরতে পাবেন।-বিজনেসটুডে২৪ ডেস্ক