শেকড়ের কাছে আমরা”। এ শ্লোগানে নোয়াখালীর সেনবাগে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনবাগ উপজেলা সমিতি, চট্টগ্রাম।
শুক্রবার সকালে উপজেলার বাবুপুর গ্রামে আশরাফিয়া এতিমখানায় এ আয়োজন করা হয়। মোট ৪টি এতিমখানার ১৮০ জন নিবাসীকে কম্বল দেয়া হয়। একটি প্রতিষ্ঠানের নিবসীদের কম্বল ছাড়াও দেয়া হয় মেট্রেস ও মশারি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগের পৌর মেয়র আবু জাফর টিপু। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ কে এম শামসুজ্জামান রাসেল।
সমিতির যুগ্মসম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন, সহসভাপতি মো. সাহাবুদ্দিন, আবু তাহের মির্জা, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটন, পৌর কমিশনার আবদুল্লাহ আল মামুন ও এতিমখানার মুহতামিম মাওলানা শাহাদাত হোসেন। তারা বলেন, গ্রামের প্রতি শহরের মানুষের যে দায়, তা আদায় করা না হলে অসহায়দের বঞ্চিত করা হবে। এক্ষেত্রে সেনবাগ উপজেলা সমিতি, চট্টগ্রাম উদাহরণ সৃষ্টি করল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক রুহুল আমিন ও দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস। পরে এতিমদের সাথে মধাহ্নভোজে অংশ নেন সংগঠকরা। -সংবাদ বিজ্ঞপ্তি