চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক দানু’র সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২২) সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম মেডিকেল হোস্টেল সংলগ্ন দেবপাহাড় বায়তুশ শরফ জামে মসজিদে সংগঠনের পক্ষ থেকে খতমে কোরান, দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ মরহুম এনামুল হক দানুর কবরে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি এডভোকেট সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, উপদেষ্টা শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকসহ নগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি